আমাদের পথ আজ ঢাকা
জলেতে নুনের ভাগ খুব
আমরাও দেখেছি সেদিন
চারপাশ ভারী অপরূপ।
কিন্তু রূপের শেষ হয়
নশ্বরতাই জেতে ঠিক,
সাদা ভাত তবু না ছিনিয়ে
বুক থেকে প্রাণ কেড়ে নিক।
এ ভাবেই সভ্যতা সব
যখনই যেদিকে থিতু হয়,
সেদিকেই নামে কেয়ামত
পরীক্ষা ছাড়া তা কিছু নয়।
সংকট চার অক্ষরে,
চারদিনও থাকে না জীবনে
পরের দিনেই কি রাখা আছে
অগোচরে থাকে ত্রিভুবনে।
নিশ্চয় শব্দ টা তাই
হুমকি শুনেছে বারবার।
স্বপ্নই আসে তাই ফিরে
ঘোর-আঁধারে তারই দরকার।
স্বপ্নেতে আমরাও আঁকি,
পেয়ে যাই রাজার আসন
আমরাও পথ হারা হলে
মেনে নিই পথের শাসন।।


--------------------------
২৪।০৫।২০২০(ই)
হাওড়া