আজন্ম ঘুরলেম যার সন্ধানেতে
সে প্রশ্নটা আজকে গেছি ভুলে।
জন্ম খুঁজে প্রাক্-মরণের সুখ,
চড়তে চাইছে ভোগবাগানের শূলে।
করেছ লোভ! - পাপ তো হয়েছে,
মৃত্যু তারই থেকে
এসব কথা কোথায় যেন
লিখেছিলো কে যে রেখে!
বুঝছে তাকে ধরবে যাকে,
মনের ঘরে খিল।
বেঁচেই মরি, মরেই বাঁচি,
কণ্ঠটা তো নীল।
চোখের গোড়াও ঢুলুঢুলু,
পাতায় ভরা লাল।
ভিতর কালো জ্বলবে আলো,
ভেবেই কাটায় কাল।
তাই,
ঠিক আর ভুলের নস্বরতার সমর্থনে আজ-
মন পেয়েছে ভুল পথেতে,
টুরিস্ট হবার কাজ।
----------------------------------------
২১-০৫-২০১৯
বেলুড় মঠ