আকাশ ধোয়া উদারতার
মাটির কাছের সংহতিতে
মিশে নিজে, অথৈ কাজে
হিংসাসুরকে নিলেই জিতে।
চম্পারণ বা ভারত ছাড়ো
বইয়ের পাতায় ফাঁকে ফাঁকে
এখনো হায় সেই বুড়োটা
ভারত হয়ে কাছেই ডাকে।
আমার রক্তে গোত্র ঋষি
উপনিষদ বাণীর রোলে
সত্য রাখলো অকারপাত্রে
তুমি করে দেখিয়ে দিলেন।
জনক নাকি জন্য শুধু দেশের
বিপুল অনন্যতার
তুমিই বোধহয় সত্যযুগের
শিক্ষা মাথায় জাত-অবতার।।
-------------------------------
০২.১০.২০১৭(গ)
হাওড়া