নিজের কাঁধের কাঠিন্যতেই
বেঁচে যে সংসার,
তার চিন্তার তান্ডব নৃত্যই আজ
মন ভাঙা চিত্তের অনন্ত গোধূলি পেরোনো সন্ধ্যার
বিনোদনের খোরাক হয়েছে।
আস্তে আস্তে নেবে আশা,
জ্বলতে থাকে হতাশার অন্ধকার।
বুকের কোনায় আন্দোলনের গরম শিশির
সুযোগ বুঝে খুঁজে নেয় দুর্বল পেশী পীড়নের
চিরকালীন আনন্দ।
মানসিক স্থিতি নামের অধ্যায় জীবন ইতিহাসের সারণীতে হয় বিকৃত।
অবচেতন স্মৃতি কখনো এনে গঞ্জনার গন্ধ,
কখনো ভরিয়ে তোলে সুরভিত মলমের গন্ধে।
আমি বেঁচে থাকি,
ইচ্ছায় অনিচ্ছায়।
আবহাওয়া ভালো না দেখলে দোষ দিই
মালিককে,
ছিন্ন ভিন্ন কাঁথার প্রত্যেকটি গর্তে তখনও আমার
শিল্পবানী ধরার হাতছানি।
বুঝেই বুঝি না হার জিতের সময় হারানো এ এক অনন্ত সন্ধ্যা,
যার সমাপ্তিসন্ধানেই
এ আমার ভ্রমণকালের ভিসা- আবেদনবিহীন , আমার প্রতি আজন্মকালের অযথা নিবেদন।।


---------------------------------------
২৭-০৫-২০১৯
বেলুড় মঠ