আর চলে না মিথ্যে ভাষা এ তল্লাটে
বলবো কত চলবো মরেও সত্যি খাটে
উৎকৃষ্টের বাড়ির মানুষ আজকে ত্যাগী
বাচ্চা এখনো ভয় না পেয়ে খাচ্ছে 'ম্যাগী'
নিমগ্নতার আর একটি নাম সাধ-সাধনায়
নিজের সাথেই বিরোধ এনে শান্তি বানায়
উল্টোপাল্টা সকাল-ট্রাফিক সুস্থির আজ
তাই তো ফেলি দুপুরের ঘরে, জেগে ওঠা কাজ
ন্যায় বানানে অন্যায়েরও গন্ধ মেলে
বুদ্ধিজীবীর খাতার পাতার বিশ্ব পেলে।।
----------------------------------
হাওড়া
১৭.০৬.২০১৭