কবিতা গুলোই বড্ড বেশি অলস করে আমায়,
দিনের শেষে অনেক গুলো চিন্তা জমায়,
কিভাবে যে থাকবো ভালো
আদৌ সবাই ভালো আছে!
এসব কটা গভীর গুঁড়োর ঝড় বয়ে যায়।
কবিতা গুলো শক্ত করে মাঝে মাঝেই
শিরার মধ্যে রক্ত গুলো ঝাপটা তোলে,
অন্যায়রা চোখের সামনে স্পষ্ট ফোটে
প্রতিবাদের শব্দ ভরে শুকনো ঠোঁটে
কবিতা তখন মূর্তিধারী সুন্দর ন্যায়।
কবিতাগুলোই চলতে বলে থামলে পরে,
অশরীরী কবির কথা হাতও ধরে
অনেক কিছুই কানের মাঝে ফুসমন্তর
দিয়েই পায়ের তলায় যেন সর্ষে আসে
স্বপ্নে স্বপ্নে নিছক জীবন হঠাৎ ভাসে
কবিতা তখন জীবন ঘরের বন্ধন চোর।।


-------------------------------------
০৮.১২.২০২০(ই)
হাওড়া