বোকা সময়ের নাজেহাল করা মন,
সংযম জানে তবু শোনে না বারণ।
ভেসে যায় শুধু অকুল দূরের গলি,
অতীতের কাদা নিয়ে করে দলাদলি।
গল্প আমার,
কাকেই বা আর বলি,
চাপা পড়ে গেছে যন্ত্রনা সাঁঝে,
হৃদয়-রক্তে, পাপের রেওয়াজে,
আঁধার সমাধানের, কাল-আজে,
সাজানো সে দুটো কলি!


১৫.০৯.২০১৯(ই.)
বেলুড় মঠ