সব দিয়েছিলে এক-এক করে
আমি তো নিয়েছি খেলার ছলে
অতো সুখ কি আর আমায় ধরে
ফেললাম নিমেষেই তা জলে।


জলেই আমি ভেসে আছি
ভিজার অর্থ বুঝিনি তাই
মারতে গিয়ে সোনার মাছি
হাতে এখন শক্তি নাই।


বর্ষা হলে মেঘ্টা হব-
এসব অনেক কতকতা;
আবার কবে কথা কব
হলে তুমি ওষ্ঠ-নতা?


মঙ্গল আর অমঙ্গলের পুঁথি
চুবিয়ে তেলে চুপটি করে
আজকে কেন দাঁড়িয়ে আছি
জলের দাগটা শুকিয়ে গেলে ?


তাপের অনু অনুর তাপ
ভেবে সেধেই দিনটা গেল
পরশু হলো আলাপ-সালাপ
আজকে ঝড়ের দেখা হল ।


'শেষের শেষও দেখব আমি'-
এত্তো বড়ো মাতব্বরী
করেছিলো যে দু-পায়ী
সেই আমি জল-বাতি গড়ি।।
----------------------------------------


বিশেষের উদ্দেশ্যে............
১২।২০১৬
বেলুড় মঠ