অন্য রঙে সাজছে প্রতি বছর
ভালোবাসার ঠোঁটের গোলাপগুলো
বলতে পারো একটা যদি হৃদয়
জয়ের নেশায় আর কত দিল ছুঁলো।
সবাই আসে তাগিদ বুঝে ঠিক
লক্ষ্য বাঁচে কৃত্রিমতার ভিড়ে
আমরা বাঁচি ভালোবাসার নেশায়
লক্ষ্য সত্যি মিথ্যে স্বপ্ন ঘিরে।
ভালোবাসার দিনের অনেক ক্ষিদে
ঠিক করে নেয় অনেক আশার গ্রাস
অনেক চোখে ভরায় খুশির রং
অনেক প্রাণে ফোরায় দীর্ঘশ্বাস।
দীর্ঘ দিনের কিস্যা এসব তাই
মনের কোনে জমায় মহাকাল
ভালোবাসার বাসায় আজও ক্ষিদে
পাকা সোনার দামের খুব আকাল।।


---------------------------------
বেলুড় মঠ
১৩.০২.২০২০(ই)