কত শুনি কাকভোর থেকে
নিভে যাওয়া আলোর গলিতে
কত ভাবি তাও থাকে পড়ে
না শোনা সে শোকের পলিতে।


বেঁচে থাকা বিলাসিতা আজও
কতজন তাও চায়, তাই
আমরাই মাটি কামড়িয়ে
হাঁটি আর সরে সরে যাই।


মাটিতেই পড়ে যত শব
কলরব তাই নিয়ে চলে
তবু যারা কোঁকানোর দলে
তার সাথে কে যে কথা বলে!


বাঁচা আর বাঁচানোর দায়ে
কোন দল জিতে বেঁচে যায়
সেই গুনে, দিন আমাদের,
রাতে কাঁদে মেঝেহীন পায়ে।


চিনেছি বুঝেছি আজ ইতিহাস রোজ
তোমার সাথেই ফেলে ধ্বংসের শ্বাস
আমরাও করি সেই অধ্যায়-খোঁজ
যেখানে নির্দোষের লেখেনি বিনাশ।


ঝড়ের আঘাতে কত ঘরের কাহিনী,
চিহ্নবিহীন আজ, আমি তো চাইনি।
তাও যা কিছুর সাড়া, যত হাহাকার,
সবেতেই দায় আছে তোমার-আমার।।


------------------------------------
করোনা ও তৎসহিত উম্পূন- ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সমগ্র বঙ্গে যে অচলাবস্থা সৃষ্ট, তাতে বিপর্যস্ত সকল 'সাধারণ' মানুষের জন্য।
২২।০৫।২০২০(ই)
হাওড়া