আঁকাবাঁকা পথে চলা মনও
করে সরল শান্তি আশা।
বদ্ধ বাসার মানুষ খুঁজছে
বাধাহীন ভালোবাসা।
কুয়াশা হলে গাঢ়তর আরও
চোখ নিভে আসে বেশ।
মায়াময়তার দেশ থেকে সেও
হবে যে নিরুদ্দেশ।
ডুবে যাবে কোন অজানা আড়ালে
ভেসে যাবে কাল-জলে।
বিরাট সেও দ্বিধার কপাটে
মাথা খুরে থামে, চলে।
ইতিহাস তবু সামনের ইটে
চোখ রেখে ভাবে বীর।
হে সাধক তুমি বুদ্ধি লাগিও
তাতেও ধরবে চিড়।
পরম্পরার বিষধরতায় যদি পাও সন্দেশ
বুদ্ধি যুক্তি সিক্ত মননে
পেও সত্যের রেশ।