মেঘের মিথ্যে ধরতে গেলে আইসো আমার বাড়ির কাছে,
সকালবেলায় কথা দিয়েও ফুল ফোটেনি বন্ধু-গাছে।
আড়ি হল হাওয়ার সাথে দুষ্টু সূর্য্য কষ্ট বাড়ায়,
নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ কানের কাছে ধমকে দাঁড়ায়,
তোমার কথা শুধুই এখন স্মৃতির খোরাক খুব দখুলে,
ভাবতে ভাবতে বর্তমানের চিন্তাচয়ন গেছি ভুলে।
তোমার, হাটের কাছেই বাড়ি; আমার বাড়ির কাছেই হাট,
সুযোগ পেলে করব চুরি ছাদের মাথার চাঁদের হাট,
সেই মাঠেতেই অনেকগুলো খেলাঘরের গল্প সাজাই,
থাকলে তুমি খুব কাছেতে, মানুষ তো নয় আমিই রাজাই।।


-------------------------------
২০১৯
হাওড়া