আমরা সবাই ভেঙে ভেঙে যাই রোজ
ভেঙে যাই যদি বাইরেটা দিয়ে ভাবি
বুকের মাঝের হীরক করলে খোঁজ
করতেই পারি মহারাজ আমি, দাবি ।
ভেঙে গেছি কত যুগ যুগ ধরে ধরে,
ভূমির গন্ডি মাথার চিন্তা দিয়ে
যুগের তালুক বদলায়নি তো সত্য,
সত্য শুধুই ভ্রমে নয় মিলিয়ে।
রোগের মুক্তি ওষুধ ছাড়া তো নেই,
কি ওষুধ এই আমার-তোমার রোগের,
আমার যা আজ কাল তো তা বিকোবেই
কদিন যদিও আমারই উপভোগের।
আমার চোখের চারপাশে ঘোরা স্বপ্ন
আমার না দেখা জগৎরাশির কোন,
তা দিয়েই শুধু ভেবে যাব আরো মাপব
কে আমার ভাই, কে বা হবে প্রিয়জন।
এই ভাঙা ছেঁড়া জীবন জুড়েই নামে রাত,
ঢেকে যায় তবু আসে মাঝে বেশ আলো,
দেশটা ভাঙলে রক্ত মিছিল বয়ে যায়,
মানুষ ভাঙলে তবু যেন বাসি ভালো।।


----------------------------------
০৯.১১.২০২০(ই)
হাওড়া