সাজানো বাগান আমার
সতেজ, ফুরফুরে, সারিবদ্ধ
হাসনাহেনা, কদম আর টগর
সাথে জুই আর গোলাপ
আমি এক  গন্ধহীন পলাশ
সবার উপরে ছায়া দিয়ে আগলে রাখা
মায়ার বেড়াজালে আবদ্ধ চারপাশ
সুখ, হাসি, আনন্দ মিলে
অন্য রকম ঘ্রাণ সমগ্র বাগানে।


চৈত্রের এক তপ্তদাহে
ঝড়ে পরে আমার সকল পাতা
ক্লান্ত,নিথর, নিস্তেজ আমি নেতিয়ে
অজান্তে ঘুমিয়ে থাকা আমি
সুযোগ বুঝে এক বিষপিঁপড়া
হুল ফুটিয়েছে হাসনাহেনার মূলে
মরণ বিষে ছটফটিয়ে
অন্যরূপে আমার হাসনাহেনা
পাশে থাকা কদম আর টগর
নির্বাক, ফেলফেলিয়ে তাকিয়ে
শক্তিহীন, সারহীন বারন্ত বলে
লেকলেকিয়ে হেলে পরে এপাশ-ওপাশ


পাপড়ি ঝরে, পাতা ঝরে
বিষক্রিয়ায় হাসনাহেনা বর্ণচোরা
ভূলে গেছে সবকিছু, সকল বন্ধন
চৈত্রের খরদাহ, অযন্ত আর অবহেলায়
চুপসে গেছে জুই আর গোলাপ নিষ্প্রাণ
ঝরে গেছে, লুটিয়ে পড়েছে মাটিতে
বাকহীন, নিরুপায় আমি পলাশ
ফেলফেলিয়ে তাকিয়ে।
পিঁপড়া, এ কোন বিষপিঁপড়া!