আজব দেশে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৭-২০২১ইং

কোন দেশেতে  এলাম রে ভাই
নাইরে কোনো ঠিক,
সব দেখি যে ওলট পালট  
পাইনা খুঁজে দিক।

রাত্রে দেখে দিনের আলো
পাইনা খুজে মিল,
ও দাদা ভাই আঁধার কোথায়
কেনো এতো  ঝিল।

আজব দেশের মানুষ গুলো
কথায় নাই পাকা,
রাস্তা দিয়ে  যায় না চলা
পথ আঁকা বাঁকা।

আজব দেশে পাইনা খুজে
সুর করা পাখি,
দেশের কথা মনে হলে
জল ভরা আঁখি।

দাদু বলে উল্টাপাল্টা
আজব দেশে হয়,
থাকবো না আর আজব দেশে
খোকন  সোনা কয়।