সুখের দুঃখের সাথী তুমি
ছিলেতো আপন জন,
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
কেটে যাবে জীবন।


তোমায় ছাড়া এক মুহূর্ত
থাকা ছিলো কষ্টের,
তোমার হাসিতে সুখ পেতাম
এখন শুধু নষ্টের।


চলার পথে বাঁধা পেয়ে
আজ হয়েছে চেনা,
মুখোশধারী ভালো  মানুষ
হলো তাদের জানা।


ছন্নছাড়া জীবন আমার
হয়ে একাকীত্ব,
রাতের আঁধারে স্বপ্ন গুলো
বালিশ আমার সিক্ত।


গভীর রাতে মনে পড়ে
কতো যে আর্তনাদ,
হৃদয় মাঝে কতো কথা
মিথ্যা বলার স্বাদ।


নিঝুম রাতে চেয়ে দেখি
পূর্ণিমার ঐ চাঁদ,
সাক্ষী ছিলো ঐ চাঁদ তারা
হাজারো ব্যথায় কাঁদ।