বাঙালির জীবন কষ্টের জীবন
সমস্যার নাই অন্ত
বৈশাখের শুরুতে বাঙালির জীবনে
আসুক নতুন ছন্দ।


বৈশাখের শুরুতে ভুলে যাই আমরা
সব ভেদাভেদ ও দ্বন্দ্ব
মান-অভিমান ভুলে সবার
জীবন হোক প্রাণবন্ত।


বৈশাখ সকলের প্রাণের মেলা
বাঙালি করে স্মরণ
ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে
দিনটাকে করে বরণ।


কোকিল ডাকে ভোর বেলাতে
গান আর নিত্য তালে
বৈশাখের বন্দনা চলত আমাদের
রমনার বটমূলে।


ভোরবেলাতে বাহির হত
মঙ্গল শোভাযাত্রা
বাঙালির জীবনে শুরু হতো
নতুন এক যাত্রা।


নানা রঙের খেলনা বাঁশি
শিশুর মুখে হাসি।
সকলের মন জুড়িয়ে যায়
বিভিন্ন শিল্পীর গান।


টিভি রেডিও তে বৈশাখের দিন
করে বিশেষ  সম্প্রচার
বাঙালির তখন হারিয়ে যায়
হৃদয়ের কষ্টের ভার।


ঘরে বসে লুফে নিই আমরা
বৈশাখের আনন্দ ও স্বাদ
ভালো থাকবো আমরা প্রতি মুল্হতে
সকলের মানবতাবাদ।