বাঙালির জীবন কষ্টের জীবন
সমস্যার নাই অন্ত
বৈশাখের শুরুতে বাঙালির জীবনে
আসুক নতুন ছন্দ।
বৈশাখের শুরুতে ভুলে যাই আমরা
সব ভেদাভেদ ও দ্বন্দ্ব
মান-অভিমান ভুলে সবার
জীবন হোক প্রাণবন্ত।
বৈশাখ সকলের প্রাণের মেলা
বাঙালি করে স্মরণ
ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে
দিনটাকে করে বরণ।
কোকিল ডাকে ভোর বেলাতে
গান আর নিত্য তালে
বৈশাখের বন্দনা চলত আমাদের
রমনার বটমূলে।
ভোরবেলাতে বাহির হত
মঙ্গল শোভাযাত্রা
বাঙালির জীবনে শুরু হতো
নতুন এক যাত্রা।
নানা রঙের খেলনা বাঁশি
শিশুর মুখে হাসি।
সকলের মন জুড়িয়ে যায়
বিভিন্ন শিল্পীর গান।
টিভি রেডিও তে বৈশাখের দিন
করে বিশেষ সম্প্রচার
বাঙালির তখন হারিয়ে যায়
হৃদয়ের কষ্টের ভার।
ঘরে বসে লুফে নিই আমরা
বৈশাখের আনন্দ ও স্বাদ
ভালো থাকবো আমরা প্রতি মুল্হতে
সকলের মানবতাবাদ।
অসাধারণ সুন্দর প্রকাশ। চমৎকার সুন্দর নিবেদন।
অপূর্ব হয়েছে কবিতা।
সম্মানিত কবির জন্য অনেক অনেক শুভেচ্ছা।
# করোনার এই আনাকাংখিত বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায়-
সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঘরে থেকে নিজ পরিবারকে সুরক্ষিত রাখুন।
চমৎকার দেশাত্মবোধক কবিতা।
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
অনেক ভালোলাগা রেখে গেলাম প্রিয় কবি।
কবি বৈশাখ ভালই লাগল,ধন্যবাদ।
চমৎকার লিখেছেন প্রিয় কবি।
চমৎকার মানবতা বোধের কাব্য গাঁথা মালা উপহার
শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি
ঘরে থাকুন সুস্থ থাকুন সবসময়
শুভ রাত্রি।
মানবিক ভাবনায় অপুর্ব সুন্দর প্রকাশ। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রিয় কবি।
বাস্তবতার উপস্থাপনা।সতত শুভেচ্ছা প্রিয় কবির জন্য।