এই দেশেতে জন্ম তোমার,
তুমি সারা বাংলার,
ধন্য এই দেশ তোমার জন‍্য
তোমার সংগ্রামী জীবনের।


সবুজে শ্যামল গ্রামে টুঙ্গিপাড়ায়
মেধাবী শিশু জন্মায়
পিতা- মাতার আদরের খোকা
সবার থেকা আলাদা।


এই দেশের মানুষের মনে প্রাণে,
তোমার স্বপ্ন দোলে
তুমি বঙ্গবন্ধু তুমি ভালোবাসা
হৃদয় দুয়ার খুলে।


বঙ্গের নেতা তুমি বঙ্গবন্ধু
তোমার ভূমি,
শান্তি তোমার ধর্ম মুক্তি
তোমার কর্ম।


মানুষের দুঃখে কষ্টে কাঁদে
তোমার প্রাণ,
শোষিত জাতির জন্য নির্যাতন
করলে বরণ।


দেশের জন্য উৎসর্গ করলে
নিজের জীবন,
পরাধীন জাতিকে বাঁচাতে নিলে
সংগ্রামী জীবন।


দেশ জাতিকে মুক্ত করতে
হলে বাংলার বন্ধু,
জাতি ভালোবেসে উপাধি দেয়
বাংলার বন্ধু বঙ্গবন্ধু।


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
শ্রেষ্ঠ বীর সন্তান
তোমার কাছে বাঙালি ঋণী
বাঙালী ভোলবেনা কোন দিন।


জাতি তোমায় করবে স্মরণ
করবে বরণ,
তুমিই এই বাংলার মানুষের
আপন জন।