জীবন নামের এই গাড়িটা
চলছে সময়ের তালে,
কখনো সে থমকে দাঁড়ায়
সামনে কিছু পেলে।


বিপদের মাঝে এসে আবার
চলে ধীরে ধীরে,
জোয়ার ভাটার এই জীবনে
চলছে কেমন করে।


থেমে থেমে চলে গাড়ি
কেউ ফায়দা লুটে,
গন্তব্যহীন জীবন মাঝে
চলছি আমি ছুটে।


থেমে থাকবে না জীবনের গতি
তোমার চেষ্টার বলে,
জীবন তোমার ব্যস্ত পথিক
নিজের গতিতে চলে।


চলা একদিন বন্ধ হবে
তোমার জীবন শেষে,
জীবন নামে পথিক তুমি
চলবে এমন ভেসে।