সবুজ  বৃক্ষের ছায়া তলে
শান্ত সকলের প্রাণ,
তবু বৃক্ষের মূল্য দেইনা
আমরা কেমন পাষাণ।


বৃক্ষ দেশের  পরিবেশ বাঁচায়
বৃক্ষের  কতো  উপহার,
কেনো আমরা মানুষ জাতি
নাই ভালো ব্যবহার।


প্রখর রোদের সময় কৃষক
গাছের ছায়া তলে,
হাজার রোগের ঔষধ গাছের
বুঝবে বিপদ এলে।


পরিবেশ রক্ষায় গাছ লাগান
শপথ করি সবাই,
প্রিয় দেশ আমার সবুজ হবে
সকলের স্বপ্ন এটাই।


গাছ থাকলে জগৎ  সবুজ
শীতল দেশের মানুষ,
গাছ থাকলে দূষণ  মুক্ত
কেন আমরা অমানুষ।