তুমি আমার রঙিন স্বপ্ন
জিবন্ত ছবি,
তুমি আমার আঁধার আলো
ভোরের ঐ রবি।
তুমি আমার শেষের সম্বল
জীবন নদীর কুল,
তুমি আমার হৃদয় পাড়ায়
ফুটন্ত এক ফুল।
তুমি আমার ছোট্ট স্বপ্ন
সাজানো বাগান,
তুমি আমার রাতের ঘরে
ঘুম পাড়ানি গান।
তুমি আমার স্বপ্ন রানী
আঁধার রাতের সুখ,
তুমি আমার মিষ্টি হাসি
পাইনি আমি দুখ।
তুমি আমার শোবার ঘরে
প্রিয় সেই গোকুল,
তুমি আমার শিশির ভেজা
ভোরের ঐ বকুল।
Sanjay Karmakar
badge icon
Founding Members
· thSfJponussoltn denorwsedaS ·
"অনুরাগ"
তুমি আমার শিউলি বকুল সুগন্ধেতে বেলি
তোমার জপে জীবন আমার তোমার কায়েই দুলি।
তুমি আমার গতির ধারা স্থবির জলাধারে
এক সে হৃদয় সূর্য উদয় নিশীথ তমার ঘোরে।
অন্ন তুমি পন্য তুমি সাঁজ কি বা রাত প্রাতে
প্রেমের অলি ভ্রমর কূজন গাইতে দিবা রাতে।
তোমার তরে জন্ম আমার তোমার তরে ত্যাগ
ফাগুন তুমি ঋতুর সেরা ফল্গু অনুরাগ।
হৃদয়ের প্রেমময় অনুভূতির চমৎকার নান্দনিক প্রকাশ। অভিনন্দন, সম্মানিত কবি।
আহা দুর্দান্ত দুর্দান্ত।।অনবদ্য অসাধারণ লিখেছেন কবি।। ছড়ায় ছন্দে চমৎকার প্রেমের আলেখ্য।।অসাধারণ সুন্দর নিবেদন। ভীষণ ভালো লাগলো।। হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।। ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
ভোরের বকুল দিনের শেষ প্রান্তে হারায় তাঁর সৌন্দর্য তবে-
রেখে যায় তাঁর মিষ্টি, মাতাল করা সুরভি!
চমৎকার সুন্দর লেখা!
শুভ কামনা রইলো প্রিয় কবি
চমৎকার রচিলেন প্রিয় কবি।
সতত শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
খাঁটি প্রেম ভালোবাসার কবিতা। সুন্দর হয়েছে কবি। অভিনন্দন জানাচ্ছি কবিতার জন্যে।
কবি অপুর্ব প্রেম বিরহের কাব্য খুবই সুন্দর পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।
সুন্দর ছন্দের প্রেমের কবিতা।