আমার মনের কথা গুলো
বলবো কাকে ভাই
মন দিয়ে যে শুনবে কথা
এমন লোক নাই।


নাম যে আমার মোমবাতি
বলি কিছু কথা
কষ্ট করে শোনো মানুষ
আমার  যত ব্যথা।


তোমরা মানুষ ভাবো একবার
আমি কত কষ্টে
তোমাদের সেবায় আছি আমি
করে জীবন নষ্ট।


নিজেকে পুড়ে দেই আলো
করে জীবন দান
তোমরা যদি রাখো মনে
এই আলোর মান।


অন্ধকারকে দূর করতে আমাকে
পুড়িয়ে মারো
নিজের মনের অন্ধকার কে
দূর করতে পারো।


মুরুব্বিরা যা বলে গেছেন
সেটাই হলো ঠিক
আমার পাশে অন্ধকার ভাই
আল দেই চতুর্দিক।