গাঁয়ের মাটি মিষ্টি গন্ধে
মাঠে পড়ে থাকি,
কত স্মৃতি মাঠের মাঝে
তাদের ছবি আঁকি।
শত আশা বেঁধে বুকে
গাঁয়ের মানুষ আছি,
রোদ বৃষ্টি মাথায় নিয়ে
মিলেমিশে বাঁচি।
চাষার ঘরে জন্ম আমার
করি ফসলের চাষ,
হাসি-কান্না সঙ্গে নিয়ে
সকলে বারোমাস।
দিনে-রাতে ঘামে ভিজে
জন্মভূমির মাটি,
সোনার ফসল মাঠে সবার
জন্মভূমি খাঁটি।
স্বপ্ন গুলো গাঁয়ের মাঝে
চাঁদের আলোয় খেলা,
হাসির গল্প জারি গানে
চলে যায় বেলা।