যে সময় অনেক আগেই হারিয়ে ফেলেছি
সেই সময় আর ফিরে আসবেনা।
যে স্মৃতিগুলোকে ফেলে রেখে এসেছি
সেই স্মৃতি কখনো বাস্তবে রূপ নিবে না।


নদীর স্রোত ছুটে চলে তার নিজস্ব মহিমায়
সেই নদীর স্রোতকে ফেরাবে কি করে।
যে রমণী কোন দিন ছিল না তোমার
তাকে আপন করে পাবে কি করে।


জোর জবর করে সংসার করা যায়
কিন্তু তার মন পাওয়া যায় না।
পাখিকে খাঁচায় বন্দী রাখা যায়
কিন্তু তাকে পোষ মানানো যায় না।


প্রকৃতির চন্দ্র-সূর্য তার নিজস্ব গতিতে চলে
মানুষের কি সাধ্য আছে তাকে ফেরাবে।
কেউ যদি চলে যেতে চায় যাক না চলে
সত্যি যদি তোমাকে ভালোবেসে থাকে, সে আসিবে ফিরে।