ঋতুর দেশ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৫-০৯-২০২১ ইং


এমন ঋতুর দেশটি কি আর
খুঁজে পায় বছর কাল,
কিছু হাসি কিছু কান্না
কিছু থাকে তার ঝাল।


মাঘের পরে পৌষ বলে  
হবে জয় পরাজয়,
দিনে  বলে আবার আসবো  
ভয়  কেনো যে  হয়।


সোনার মতন ফসল আমার
কৃষক ঘরেতে নেয়,
ফুলে ফলে ভরা এদেশ
গন্ধ বিলিয়ে দেয়।


পিছন বাড়ি কাঠাল গাছে
মাছি বসে এক ঝাঁক,
ফুল থেকে তুলে মধু
মৌমাছি নেয় বাঁক।


মিলে মিশে গানের মাঝে
ভেদাভেদ নাই আর,
স্বাধীন দেশে মানুষ আমরা
পরিচয় মিলে তার,


ভিটা মাটি ছাড়া মানুষ
খুঁজে পায় ঠাঁই,
ভালো মনের মানুষ আমরা
এই  বাংলাতে  পাই।