প্রভুর গজব ভয় করো না
তোমরা কেমন বান্দা
চোখের সামনে মৃত্যু ঘুরতেছে
ছাড়বে না তাও ধান্দা।
চতুরর্দিকে দেখো ভয়ে মানুষের
শুধু হাহাকার
স্বার্থ বাদী মানব জাতি
কেড়ে নেয় আহার।
ভয়ে মানুষ দিনে রাতে
আল্লাহকে ডেকে যায়
কেউ আবার সুযোগ বুঝে
লুটেপুটে খায়।
রক্ষক হয়ে ভক্ষক হয়
কোথায় তুমি যাবা
করোনা চেয়ে শক্তিশালী
ভয়ঙ্কর সেই থাবা।
এই জগতে করোনা হায়
যখন মহামারী
খাবারের কোন অভাব নাই
মানুষ করে হাহাজারি।
বিবেক বোধ নেই আমাদের
হায়রে আমরা মানুষ
যেমন কর্ম তেমন ফল
সব পাপীর দোষ।
যারা থাকে ধান্দায়
তারা ভয় করেনা মৃত্যুর ছন্দ।।
চমৎকার অনুভবের ছোঁয়ায় অসাধারণ সুন্দর এক কবিতা।।এমন সুন্দর কবিতায় মুগ্ধ।।অনন্ত শুভেচ্ছা রইল প্রিয় কবি।। ঘরে থাকুন।।ভালো থাকুন।।সুস্থ থাকুন সবসময়।।
খুব ভালো লাগলো কবিতাটি! অভিনন্দন জানাই সুন্দর বোধ প্রকাশের জন্য। আপনার এবং আপনার পরিবারের- প্রত্যেকের মঙ্গল এবং সুস্থ জীবন কামনা করি। সংঘবদ্ধ সচেতনতাই এই দুর্যোগ থেকে আমাদের সকলকে রক্ষা করতে পারে। তাই সাবধানে থাকুন।
কবি,অনেক অনেক ধন্যবাদ,ভাল লাগল।
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব নিবেদন
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
ভালো থাকুন সবসময়।
দারুণ লাগল প্রিয় কবি।শুভেচ্ছা জানবেন সতত।
জন জাগরনে আজ এইসব মানুষদের সারে আম কোতল করা দরকার। এরা নরকের কীট। এদের বেঁচে থাকবার অধিকার নেই এ ধরায়। এমমাত্রর সশস্ত্র বিপ্লবই পারে এদের এ পৃথিবী থেকে বিদায় দিতে। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
সময় উপযোগী সুন্দর লিখেছেন প্রিয়
শান্তি বর্ষিত হোক আপনার উপরে প্রিয়জন।