প্রভুর গজব ভয় করো না
তোমরা কেমন বান্দা
চোখের সামনে মৃত্যু ঘুরতেছে
  ছাড়বে না তাও ধান্দা।


চতুরর্দিকে দেখো ভয়ে মানুষের  
শুধু হাহাকার
স্বার্থ বাদী মানব জাতি
কেড়ে নেয় আহার।


ভয়ে মানুষ দিনে রাতে
আল্লাহকে ডেকে যায়
কেউ আবার সুযোগ বুঝে
  লুটেপুটে খায়।


রক্ষক হয়ে ভক্ষক হয়
কোথায় তুমি যাবা
করোনা চেয়ে শক্তিশালী
ভয়ঙ্কর সেই থাবা।


এই জগতে করোনা হায়
যখন মহামারী
খাবারের কোন অভাব নাই
মানুষ করে হাহাজারি।


বিবেক বোধ নেই আমাদের
হায়রে আমরা মানুষ
যেমন কর্ম তেমন ফল
   সব পাপীর দোষ।