দ্রব্যমূল্য
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০২-২০২২ ইং


দেশটা জুড়ে বেড়ে গেছে
দ্রব্য মূল্যের দাম,
চালের মূল্য বৃদ্ধি পাওয়ায়
ঝরে গায়ের ঘাম।


দেশের মানুষ একমুঠো ভাত
কি করে খেতাম,
ঘোড়ার মতো ছুটে চলছে
লাগাম বিহীন দাম।


আস্তে আস্তে তেলের মূল্য
দেখছে কেমন খেল,
কিনতে গিয়ে মধ্যবিত্ত
ক্রেতা হয় কদবেল।


বয়লার গরুর মাংস  কিনতে
দাঁড়িয়ে যায় লোম,
পাথরের  ন্যায়  শক্ত দেখি  
নয়তো তাহা মোম।


আয়ের  চাইতে ব্যয়টা ভারী  
নয় তো কিছু কম,
গরিব মানুষ বাঁচতে চায়
এই কোনো রকম।


দ্রব্য মূল্যের নজর দিবেন
সকল দেশ কর্তা,
মধ্যবিত্ত খেতে পারে
ডাল আলু ভর্তা।