দুর্ভোগে
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০৬-২০২০ ইং


সকলে মিলে গল্প গুজোব
করতাম বিকেল বেলা,
সবার সাথে হয় না এখন
মাঠে গিয়ে খেলা।


শান্তি নাই  মনে আমার
হয় না মাতামাতি,
কাছের মানুষ হারিয়ে গেছে
ছিলো সুখের সাথি।


দূর দিগন্তে চেয়ে থাকি
আসবে কেউ ঘরে,
কাছের মানুষ যারা ছিল
যাচ্ছে দূরে সরে।


কেমনে চলবো রাস্তাঘাটে
যদি পড়ে গায়ে,
পার পাব কি দূরত্ব রেখে
চললে পায়ে পায়ে।


সকল মানুষ মরছে নাকি
মহামারী রোগে,
চলার পথে তাই মানুষের
যাচ্ছে যে দুর্ভোগে।