রাস্তার পাশে ময়লা মাখা
ছেড়া জামা গায়ে।
ক্ষুধার যন্ত্রনায় শিশুটি বুক
ফুলিয়ে কাঁদে।


এই সমাজে কি কেউ নেই
অবুঝ  শিশুটাকে সাহায্য করবে।
এরা একবেলা খেতে পারলে
অন্নবেলা যার অনাহারে।


মা তার আঁচল দিয়ে চোখটি মুছে
অনাহারে থাকা শিশুটির মুখটি দেখে
বাবা তার কষ্টে যন্ত্রণায় ছটফট করে।
আল্লাহর এই ছিল আমার কপালে।


ছিলো আমার ধন সম্পত্তি আধিপত্য
আমি অহংকার করি আছি
অর্থের মোহে পড়ে।
সত্য মিথ্যা না জেনেই করিয়াছি
আমি কত নিরহ মানুষকে সর্বহারা।


মানুষকে মানুষ বলে
মনে করতাম না।
অর্থ আর আধিপত্যের মোহে
ছিলাম অন্ধ।


একমুঠো ভাতের জন্য
কত দুখিনী মানুষকে করিয়াছি জব্দ।
তাদেরই অভিশাপে একমুঠো ভাতের জন্য
নানা জায়গায় হয়েছি জব্দ।
আজ আমার চাল নেই চুলো নেই
হারিয়েছি আমার অর্থ আধিপত্য।
এটাই ছিল আমার জীবনে প্রাপ্য।