পবিত্র মাহে রমজান শেষে
ঈদ এলো ভাই
ধনী-গরীব সকলে আমরা
ভেদাভেদ ভুলে যাই।


ভুলে যাব অতীতের  কথা
নতুন সাজবে বেশ
সারা মাস রোজা রেখে
সবার খুশির রেশ।


ধন-দৌলত হিসাব করে
গরীবকে করো দান
সৃষ্টিকর্তা খুশি হবেন
দিবেন তোমায় মান।


ঈদের চাঁদ উঠলে পরে
জুড়িয়ে যায় চোখ
সকলে একত্রে নামাজ পড়বো
ভুলে যাবো শোক দুঃখ।


সেমাই পিঠা সবার ঘরে
আনন্দ সকলের মাঝে
ছোট-বড় স্নেহ-ভালোবাসা
নতুন রঙের সাজে।