ভোরবেলায় ঘুম ভাঙতেই
ঝন ঝন শব্দ বাজে
মুখ তুলে জালানায় তাকিয়ে দেখি
মুষল ধারে বৃষ্টি পড়িতেছে।


বৃষ্টি দেখে বুকের মধ্যে শূন্যতা লাগে
কোন একদিন বৃষ্টিতে
বসিয়া ছিলাম তুমি আর আমি
আমাদের বারান্দাতে।


প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারাতে
করিয়াছো খেলা তুমি বৃষ্টির সাথে
সেদিন হেসেছিলে তুমি
চেয়ে চেয়ে দেখিয়া ছিলাম
তোমার মায়া ভরা মুখ খানি।


এ যেন অন্যরকম অনুভূতি
সেদিন বলিয়া ছিলে তুমি
আমাকে ছাড়িয়া যাবে না
তোমার দেহে প্রাণ থাকবে যতদিন।


সাক্ষী রাখিলাম অঝরে  ঝরা বৃষ্টি
তুমি গেছো অনেক দূরে
বুকের মাঝে শূন্যতা লাগে।
বারান্দাটা আগের মতই আছে
অঝরে ঝরা বৃষ্টি কে বলি
তোমাকে সাক্ষী রেখে দেওয়া কথা
রাখল না সে রমণী।