এই মাটিতে জন্ম আমার
এই মাটিতেই ধারণ
মাটির মধ্যে রয়ে গেছে
শত স্মৃতিচারণ।


বলি আমি দেশ প্রেমিক
বাস্তবে করি দুর্নীতি
পরের ধন মেরে খাই
দেখায় স্বজনপ্রীতি।


মামা খালুর নাম ভাঙ্গিয়ে
দেখায় ভয়-ভীতি
শত অন্যায় করে তারা
গায় প্রেমের গীতি।


বিপদে ফেলে অন্যায় ভাবে
ঘুষ আমরা খাই
খাদ্য গুলো গুদামজাত করে
দ্রব্যের মূল্য বাড়াই।


মানবের মাঝে চলছে দেখো
নামে গণতন্ত্র
পরের ধন গ্রাসের জন্য
বলি কত মন্ত্র।


দেশে যদি না থাকে মানুষের
দুঃখ অনটন
সকল মানব বলবে তখন
সুষ্ঠু সংগঠন।


দেশের প্রতি আছে যার
অগাধ বিশ্বাস ভক্তি
সে কখনো ভয় পায় না
অশুভ শক্তি।