কত ফুল ফুটেছে দেখ
শিমুলের ডালে
সেজেছে দলে চোখ যেন
লহিত লালে।


কোকিলের কন্ঠে গান
ব্যকুল প্রান
দক্ষিণা বাতাসে আজ
মাতাল এমন।


ফাগুনের এই আগুন দিনে
বসে পুষ্প মেলা
কোথা থেকে আসলো  ফাগুন
নানা ফুলের খেলা।


আবার এলো ফাগুন ফিরে
করবে মোরে দেশান্তর
মন মাতিয়ে জাগলো আবার
থাকবো না কেউ পর।


দুটি চোখে যাহা দেখি
তাহাই লাগে ভালো
ফাল্গুনের আলো দূর করল
মনের সকল কালো।


আমার দেশের প্রিয় সময়
সব সালের শেষে
ফাগুন আসে বসন্ত ফুলে
বলে হেসে হেসে।


ফাল্গুনের আগমনে আমি আজ
স্থির নাই
এসেছে ফিরে করতে উদাস
ফাল্গুনে ভাই।