কষ্ট করে ফসল ফলাই
কর্মে আমার নাম
মাথার ঘাম পায়ে ফেলে
পাইনা ফসলের দাম।


পরিশ্রম আমার বৃথা যায়
যাবে বুঝি দম
একজন শ্রমিকের মূল্য চাইতে
ধানের মূল্য কম।


কৃষি নির্ভরশীল দেশ আমাদের
কৃষকের মূল্য কই
লজ্জা থাকা দরকার আমাদের
দুঃখ দেখে রই।


জাত ভেদাভেদ ভুলে সবাই
কৃষকের মূল্য দাও
কৃষকের পাশে দাঁড়িয়ে তোমরা
শান্তির বাণী নাও।