সকালে বিছানা থেকে উঠতে মানা
কনকনে শীতে গায়ে কম্বল খানা
ঢেকে গেছে কুয়াশায় সারা পাড়ায়
আগুন জ্বালিয়ে দাদা গা ঘামায়।


খেজুর রসেতে ভরা হাড়ি
বিক্রি করে কৃষক বাড়ি বাড়ি
সূর্যের আলো নেই সীমানায়
লাঙ্গল নিয়ে কৃষক বিলের ধারে যায়।


জমিতে সরিষা ফুলে ভরে ওঠে
কৃষকের মুখে হাসি ফুটে ওঠে
শীতটাকে কৃষক যায় ভুলে
পাকা ফসল কৃষক ঘরে  তোলে।


  শীতে শার্ট-প্যান্ট পড়ি তাই
শীতের কষ্ট ভুলে যাই
ওদের কষ্টের  সীমা নাই
পড়ার মত ওদের কাপড় নাই।