সারা বেলা কাজ করি
রাতে ফিরি নীড়ে
কাজ নিয়ে মাঠে যাই
কাজে থাকি পরে।


ভোর বেলায় কোদাল হাতে
মাঠের দিকে চলি
দুপুর বেলায় বাটির মধ্যে
খাবার আনতে বলি।


রোদে পুড়ে মাঠে মোরা
থাকি সারা বেলা
জীবন ভরা আমাদের সাথে
অভাব করে খেলা।


মাথার ঘাম পায়ে ফেলে
কর্ম করে যাই
মহাজন' সব নিয়ে যায়
দু'মুঠো দানা পাই।


সব কিছু মেনে নেই
করার কিছু নাই
সারা বছর খেটে খাওয়া
সামান্য চাষী ভাই।