কেউ যদি বড় হয় তোমার
দরকার নাই শোনার
লাভ নেই পরের টাকা
হাতে নিয়ে গোনার।


রহিম মিয়া ধনী ব্যক্তি
মনিমুক্তায় ভরা
ছোট্ট  গৃহে জন্ম নিয়ে
এই নিখিল ধরা।


গর্ব করে থাকি আমি
আমার কুঁড়ে ঘর
সুখের স্বর্গ খুঁজে বেড়াই
থাকুক না নড়বড়।


কোটি টাকার বাড়ি তোমার
বিলাসবহুল গাড়ি
এ সব ছেড়ে যেতে হবে
ছোট্ট  সেই বাড়ি।


সৎ পথে রুজি করি
নাম আমার কর্মে
সঠিক পথে চলতে চাই
যেমন আমার ধর্মে।


দুই দিনের এই দুনিয়াটা
তুচ্ছ মনে হয়
যেখানে থাকবে চিরস্থায়ী তুমি
পরকালকে করো ভয়।