বাঁকা কথায় বাড়ে কষ্ট
চোখে ঝরে পানি
আপনজন ভুল বুঝলে
পুড়ে হৃদয় খানি।


দুষ্ট লোকের মিষ্টি ব্যবহার
মারে যেন প্রাণী
কথার প্যাচে পড়িও না মানুষ
মারবে কিন্তু জানি।


বাঁকা কথা শুনলে পরে
গা আমার জ্বলে
ইচ্ছা করে পিটিয়ে তারে
ভাসাই ঝিলের জলে।


ক্ষমা হলো মহৎ গুণ
আমরা সবাই জানি
ক্ষমায় তুমি পাবে সম্মান
আমি এটা মানি।


ক্ষমা করলে হিংসা থাকবে না
মনে পাবে শান্তি
ঝগড়া তোমার মিটে যাবে
রবেনা মানসিক অস্বস্তি।