সকাল থেকে সন্ধ্যা শেষে
লেগে থাকি  শ্রমে,
তবুও যেনো দিন শেষে
দাম নাই কোনো ক্রমে।


জীবন নামে কঠিন পথে
স্বপ্ন  গুলো বেঁদে,
বয়ে চলে  সারা জীবন
মনটা শুধু কাঁদে।


চাকরির আশায় ছুটে চলি
গার্মেন্টস গোলোতে,
দরিদ্র আর থাকব না আমরা
এসেছি অভাব মুছাতে।


ছুটির কথা বলা যায়না
ঘাম ঝরে দিন চলে,
টার্গেট নিয়ে কাজ করতে হয়
মনের মাঝে ভয় ছিলে।


শান্তি নাইরে মনের ভিতর
সুখ না থাকার ভয়ে,
প্রভু  ছাড়া দেখার কেউ নাই
ডাকো যে মন দিয়ে।