কেউ কি পেরেছে  যৌবন
বন্দী করে রাখতে,
শিশু থেকে বৃদ্ধ  হয়ে
পারবে না  আটকাতে।


ফুলের সুবাস বিলিয়ে দেয়
সবার তরে আসে,
যৈবন একদিন ফুটে ওঠে
সবাই সুখে হাসে।


ফুলের  মাঝে  মধু থাকলে
ভ্রমর ছুটে আসে,
স্বার্থের জগৎ স্বার্থ শেষে
কেউ না ভালোবাসে।


যতদিন তোমার থাকবে জৈবন
করবে তোমার পূজা,
দিনের শেষ হওয়ার আগে
পেয়ো নাতো সাজা।


যৌবন নিয়ে তুমি যেনো
করোনা কোনো গর্ব,
প্রভুর  একদিন  কেড়ে নিবে
দেখবে যে শুধু  পর্ব ।