গরিব বলে তোমরা আমাকে
দিওনা দূরে ঠেলে
ক্ষুধার তাড়নায় ঘুরছি আমি
যাবে দিন চলে।


আল্লাহ চাইলে আসবে আমার
হয়তো শুভ দিন
সৃষ্টি কর্তার আছে একজন
আমি নই দ্বীনহীন।


অর্থ খাদ্য নেই আমার
মনে কত কষ্ট
আল্লাহর উপর ভরসা রাখলে
হবে না জীবন নষ্ট।


কত পেয়েছি জীবনে লাঞ্ছনা
আর অভিশাপ
ধনবানদের কাছে এখন আমি
চাই যে মাফ।


তোমরা দূরে ঠেলে দাও
গরিব ছেলে বলে
আর কতকাল সম্মান হারাব
ওদের পদতলে।


জানিনা আমরা বিজয়ের সুর
ধরা দেবে কবে
ধনী গরিবের মধ্যে অহংকার  
যেদিন বিলীন হবে।