বিবেকের তাড়নায় পর যদি
বুঝবে তখন
জ্ঞান মূল্যহীন যেখানে মানুষ
ছুটে চলে যখন।


জ্ঞানীর খোঁজে শয়তান বিরম্বনা
মহাজন' সেজে আছে
ঘৃণা হয় আজ মানবতা বুঝি
মরে গেছে।


বিবেকের তাড়না গুলো আজ
বিদ্রোহী হয়ে ওঠে
  সমাজের নিয়ম  নীতি গুলো
অনিয়মের পিঠে।


থেমে যাচ্ছি  অমানুষের ভিড়ে
আজ বারে বারে
ক্ষমতার দাপটে করছে ওরা যা
আমাকে আহত করে।


সহিংসতার নামে পূর্ণতা চায়
মানুষ যখন
আপন স্বার্থে করেছে দেখো
মানে না কিছু তখন।


অনিশ্চিত সময় জেনেও আমরা
লড়াই করছি স্বার্থের
ক্ষণিকের অতিথি হয়ে এসেছি
দাবি করি অমরত্বেৱ।