হেমন্ত আজ কড়া নাড়ে
শীতের বার্তা নিয়ে,
সোনালী ফসল মাঠ ভরা
কৃষকের সুখ দিয়ে।


সূর্য মামার অপেক্ষায় আছি
রোদ মাখাব গায়ে,
সকালে রোদ ভারী মিষ্টি
দেখো রোদে  গিয়ে।


সকাল দেখ কুয়াশায় ঢাকা
সবাই চাদর গায়ে,
ধান মায়াই করে কৃষক
গরু মহিষ দিয়ে।


মনের সুখে ফসল কাটে
সকল কষ্ট ভুলে,
সোনার ফসল যত্ন করে
কৃষক গড়ে তুলে।


শীতের পিঠা তৈরি করে
নতুন চাউল দিয়ে,
গ্রাম খানি মেতে উঠেছে
সকল কৃষক নিয়ে।