এলো আবার বছর ঘুরে
পবিত্র রমজান ফিরে
মুসলিম জাতির প্রাণের মাস
রমজান পুরো মাস জুড়ে।
খুশির খবর নিয়ে রমজান
এলো প্রতিটি ঘরে ঘরে
রহমত বরকত নিয়ে রমজান
আজ সবার তরে।
গুনাগার বান্দা আমি আজ
চাইবো আমার মত
আল্লাহর কাছে ক্ষমা চাইবো
পাপ থাকুক না যত।
ধন দৌলত চাই না আমি
চাই তোমার দয়া
চাওয়ার মত চাইতে পারি না
করো আমায় একটু মায়া।
পবিত্র মাহে রমজানের মাসে
চাই আমরা রক্ষা পেতে
আল্লাহ আমাদের রক্ষা করুন
মহামারী করোনা হতে।
ধনী ব্যক্তি যারা গরিবকে
দান কর তবে
আল্লাহর হুকুম পালন করলে
পাপ মোচন হবে।
যাবো আমরা তাদের কাছে
সাহায্য চায়না লাজে
দান করবো আমরা আজ
মানুষ গুলো খোঁজে।
দয়ার সাগর আল্লাহ আমাদের
দিবেন তোমায় প্রতিদান
মানুষের মাঝে দান করিলে
পাবে তুমি সম্মান।
অনন্য সুন্দর ধর্মীয় প্রকাশ। শুভেচ্ছা অনিবার প্রিয় কবি।
বেশ সুন্দর ধর্মীয় কাব্য...
ভালো থাকবেন কবি।
বেশ ভাবনাময় ।
ভীষণ ভালো লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রিয় কবি
সুন্দর কাব্যিক প্রকাশ
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সুস্থ থাকুন
শুভ সকাল।