সারাদিন রাস্তায় ঘুরে যা কিছু পাই
তাই দিয়ে আমার চলে
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকি
রাস্তার পাশে হয়তো কোনদিন মিলে।
এইতো সেদিন পাশের বাড়ি করেছিল রান্না
রাস্তা থেকে মাংসের গন্ধ মৌ মৌ করে।
কত লোকের আনাগোনা চোখের মাঝে ভাসে
আমি হতভাগা আছি রাস্তায় পড়ে।
মন আমার বলে উঠে যদি মাংস খেতে  
মনে লাগে ভয় যদি কিছু হয়।তবুও এক পা দুপা করে ভিতরে চলে।
আমার ধূলিমাখা সরিল দেখে কেউ  যেন বলে
দূর করে দাও ওই ছেলেটা কে?
ভদ্রলোক দৌড়ে এসে  ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। মায়া নেই কি তোদের অন্তরে হতভাগা ছেলে  কাঁদে।  তোমরা কি পারতে ফেলে দিতে তোমাদের  ওই ছেলে  কে।
হাই বিধাতা ছিল আমার কপালে খেতে দিল না ওরা এই হতভাগা কে?
আমার মত হাজারো ছেলে  আছে এই জগৎতে
দুবেলা তারা পারে না খেতে।
জগৎতে কেউ  নাই এদের পাশে দাঁড়াবে
আমি এক হতভাগা ছেলে  হয়তো দিন যাবে
এভাবেই হাত পেতে।