জগতের মাঝে ভূমিষ্ঠ হলো শিশু
সবার মুখে হাসি
ভূমিষ্ঠ শিশুটিকে শুভেচ্ছা দেয়  
সবাই  রাশি রাশি।


গ্রামের সকলকে করানো হলো
  মিষ্টি মুখ
শিশুটির জন্য পিতা-মাতার
গর্বে ভরে বুক।


বাবা মায়ের যত্ন করে
করে লালন পালন
আস্তে আস্তে শেখানো হলো
শিশুটিকে চাল চলন।


শিশু কাল পেরিয়ে তার
জীবনে আসে যৌবন
জীবন সঙ্গী খুঁজে নিবে সে
তার মনের মতন।


শুরু করে দুজন মিলে
এক সাথে পথ চলা
দুজনের মধ্যে মান-অভিমান
বয়ে যায় কত বেলা।


এতটা বছর পেরিয়ে শরীরে থাকে না
তেমন কোনো জোর
বিষাক্ত ময় হয়ে ওঠে
জীবনের প্রতিটা ভোর।


চলতে চলতে একপর্যায়
জীবন হয় নিঃসঙ্গ
তখনই শুরু হয় সবার
জীবনে প্রকৃত স্বপ্নভঙ্গ।


থাকবে না কেউ তোমার পাশে
ছেলের বউ নাতি পুতি
বদ্ধ ঘরে ঘুরে বেড়াবে তোমার
শত মধুর স্মৃতি।


সময়ের শেষ প্রান্তে তোমার জীবন
যখন হয় নিভু নিভু
তখন তুমি পার্থনা করবে  
নিয়ে যাও প্রভু।