আমরা যারা শ্রমিক আছি
শহরে যাই কাজে
গ্রামে এসে আটকে গেছি
লকডাউনের মাঝে।
আমরা না হয় না খেয়ে থাকবো
খাবো কি কোলের শিশু
ক্ষুধার তাড়নায় কাঁদছে শিশু
করতে পারি না কিছু।
শিশুর দিকে তাকালে আমি
মনটা শুধু কাঁদে
মিথ্যে কথা বলে মায়ে
গরম পানি রাঁধে।
না, খেয়ে থাকবো কতদিন
সয়না আর জালা
কোন কিছু মিলছে না কপালে
খবর পাই না বালা।
ঘরের মাঝে অনাহারে আজ
বাইরে মৃত্যুর ভয়
মায়া ভরা শিশুর কান্না
বাহিরে যেতে হয়।
জীবন নিয়ে ভাবি না আমি
শিশুর জীবন আগে
পেটের দায়ে নেমেছি পথে
যা থাকে ভাগ্যে।
চমৎকার অনুভবের ছোঁয়ায় অসাধারণ সুন্দর এক কবিতা।
অসাধারণ..! একটি সুন্দর কবিতা প্রকাশের জন্য-সম্মানিত কবিকে অভিনন্দন জানাই সংগে শুভেচ্ছা ও ভালোবাসা। করোনাকালের এই দুঃসমেয় নিজ দায়িত্বে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন
"জলে কুমির ডাঙায় বাঘ । '"
এইরকম অবস্থায় না কত লোকেরাই ভুগছে । মন ছুঁয়ে গেলো । অফুরান শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
সাবধানে থাকবেন ।
চমৎকার মানবতাবাদী অনুভূতি পূর্ণ লেখনী।
ভালোলাগা রইল কবিবর।
চমৎকার লেখছেন কবি
অনেক অনেক শুভ কামনা
মে দিবসের আঙিনায় সুন্দর ভাবনার কাব্যিকতায় মুগ্ধ।
অনেক ভালো থাকবেন, প্রিয় কবিবর।
অসাধারণ ভাবনার ছোঁয়ায় অপূর্ব মানবতাবাদী কাব্যিক নিবেদন প্রিয় কবি
মন ছুঁয়ে গেল
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শুভ সন্ধ্যা।
অশ্রুভারাক্রান্ত মন , বাস্তবের প্রতিচ্ছবি ।