ভোরের সকালের সুন্দর সময়ে
মনটা নেই ভালো
অন্ধকারে আচ্ছন্ন ছিল চারপাশ
মনটা মেঘলা ছিল।


সময়ের স্রোতে তুমি এলে
ভোরের সূর্য হয়ে
কষ্টের দিন কাটিয়ে এসেছো
সুখের আলো নিয়ে।


ক্লান্ত দুপুরের প্রখর রৌদ্রে
ছিলাম পিপাসায়
কোথাও যেন ছিল না জল
তৃষ্ণায় বুক ফেটে যায়।


রাতের অন্ধকারে জেগে ছিলাম
কোথাও ছিল না আলো
একা জেগে ছিল না কেউ
তুমি ঘুমিয়ে ছিলে।


কেমনে বলো ঘুম আসবে
চোখে ঘুম নাই
কারণ তুমি জানো অন্ধকারকে
বড় ভয় পাই।