পড়ন্ত বিকালে নৌকার মাঝে
বিলের মধ্যখানে বসিয়া
দক্ষিণা মৃদ হাওয়া শরীলে
শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায়।


ঢেউ এর কলকাকলি শব্দ
বকের সারি নিরব আছে
শিকার ধরবে এই আশায়
দূর থেকে দেখা যাইতেছে
জেলেরা জাল ফেলছে মাছ ধরার জন্য
গান গাইতেছে তারা মনের আনন্দে।
বিলে ফুটিয়াছে শাপলা দেখে মনে হয়
এ যেন এক সাজানো বাগান
এই প্রকৃতির এমন রুপের মাঝে
মনের মধ্যে শিহরণ জাগে।