বছর ঘুরে ফিরে এলো
অগ্নিঝরা মার্চ
বলেছেন দাদু ভয়ানক রাত্রিতে
অপারেশন সার্চ।


ছিন্ন করে ফেলে ছিল
সকল পরাধীনতা
এই মাসে পেয়েছি আমরা
মহান স্বাধীনতা।


সাত মার্চে দিয়ে ছিলেন বঙ্গবন্ধু
হৃদয় কাঁপানো ভাষণ।
প্রতিবাদে উঠে ছিল জুলুম-
নির্যাতন  শোষণ।


  বীরবাঙালি অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর,এই ধনি
সবার মুখে সে দিনে ছিল
একই স্লোগান শুনি।


জাগ্রত বাঙালি বীরের বেশে
হয়  আগুয়ান
যুদ্ধ করে মুক্ত করবে
মায়ের সম্মান।


বীৱবাঙালি করেছিল সেদিন
স্বসস্ত্র সংগ্রাম
মাতৃভূমি রক্ষা করে  তারা
রয়েছে  তাদের নাম।


লক্ষ শহীদের ছিল সেদিন
রক্তের রেস
লাল সবুজের দেশ হলো
স্বাধীন বাংলাদেশ।